গিয়াসউদ্দিনের চিঠি ‘মাদক ও অপসংস্কৃতি থেকে যুব সমাজকে বাঁচাতে মাঠ প্রয়োজন’
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহর ও এর উপজেলাগুলোতে খেলার মাঠের সংকট এবং এর ফলে কিশোর ও তরুণদের মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন। এ সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়ে, তিনি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক/জেলা ম্যাজিস্ট্রেট বরাবর একটি চিঠি পাঠিয়েছেন।
চিঠিতে মুহাম্মদ গিয়াসউদ্দিন উল্লেখ করেন, “প্রাচ্যের ডান্ডিখ্যাত নারায়ণগঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা।” রাজধানীর সন্নিকটে হওয়ায় এখানে দেশের ৬৩ জেলার মানুষের বসবাস এবং সময়ের সাথে সাথে এই বসতি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। তবে, এই ক্রমবর্ধমান জনসংখ্যার বিপরীতে খেলার মাঠের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে, যা শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলা থেকে বিমুখ করে তুলছে।
তিনি আরও বলেন, খেলাধুলা থেকে দূরে সরে যাওয়ার কারণে অনেকেই মাদকসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, যা “সুন্দর একটি বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের জন্য উদ্বেগের কারণ।” এই প্রবণতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্ষতিকর এবং সমাজের স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে তিনি মনে করেন।
আগামী সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এই প্রজন্মকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে প্রতিটি থানা এলাকায় অন্তত এক বা একাধিক খেলার মাঠ নির্মাণের উপর গুরুত্বারোপ করেন মুহাম্মদ গিয়াসউদ্দিন। তিনি সরকারি ও বেসরকারি উদ্যোগে, বিশেষ করে স্কুল-কলেজের সমন্বয়ে, নিয়মিত খেলাধুলার চর্চার উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
এই গুরুত্বপূর্ণ বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য তিনি জেলা প্রশাসকের কাছে বিশেষভাবে অনুরোধ করেছেন। চিঠির অনুলিপি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা), নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা, এবং নারায়ণগঞ্জের সদর, বন্দর, সোনারগাঁও, রূপগঞ্জ ও আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছেও সদয় অবগতির জন্য পাঠানো হয়েছে।