গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থীর মৃত্যু: দুজনের পজিটিভ ‘ডোপ টেস্টে’
লাইভ নারায়ণগঞ্জ: প্রাইভেট কার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের নিহতের ঘটনায় গ্রেপ্তার তিনজনের মধ্য দুইজন ‘ডোপ টেস্টে’ পজিটিভ হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ওই পরীক্ষা করানো হয়। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) মেহেদী ইসলাম।
তিনি বলেন, গ্রেপ্তার মুবিন আল মামুন, মিরাজুল করিম ও আসিফ চৌধুরীর ডোপ টেস্ট দুপুরে করা হয়। এদের মধ্যে মুবিন ও মিরাজুলের পরীক্ষার ফল ‘পজিটিভ’ এসেছে। তাদের বিরুদ্ধে নতুন করে মাদক আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, ১৯ ডিসেম্বর দিবাগত রাত ৩টার দিকে রূপগঞ্জ পূর্বাচল উপশহরে পুলিশের তল্লাশিচৌকিতে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী বুয়েট শিক্ষার্থী মুহতাসিম নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন বুয়েটের আরও দুই শিক্ষার্থী মেহেদী হাসান খান (২২) ও অমিত সাহা (২২)।