গার্মেন্ট শ্রমিক অভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে শ্রমিক সমাবেশ
লাইভ নারায়ণগঞ্জ: ‘গার্মেন্ট শ্রমিক অভ্যুত্থান দিবস’ উপলক্ষে নারায়ণগঞ্জে শ্রমিক সমাবেশ করেছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। শ্রমিক নেতৃবৃন্দ অঙ্গীকার করেছেন যে, ২০০৩ সালের আন্দোলনে শহীদ শ্রমিক নেতা আমজাদ হোসেন কামালের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।
রবিবার (২ নভেম্বর) বিকাল ৫টায় মাসদাইর শোভন গার্মেন্টসের সামনে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ২০০৩ সালের ৩ নভেম্বর নারায়ণগঞ্জে গার্মেন্ট শ্রমিকদের অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা প্রথম মাথা তুলে দাঁড়িয়েছিল। এই আন্দোলনের প্রথম শহীদ হন শ্রমিক নেতা আমজাদ হোসেন কামাল।
বক্তারা উল্লেখ করেন, ২০০৩ সালের এই অভ্যুত্থান সারাদেশের গার্মেন্ট শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় একটি মাইলফলক স্থাপন করেছিল। এর ফলে নারায়ণগঞ্জের শ্রমিকরা বেশ কিছু আইনী ও অর্থনৈতিক অধিকার অর্জন করতে সক্ষম হন।
শহীদ আমজাদ হোসেন কামালের প্রতি শ্রদ্ধা জানাতে আগামীকাল, সোমবার (৩ নভেম্বর) সকাল ৭:৩০ টায় নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের উদ্যোগে বিসিকে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এছাড়াও, বিকেলে নারায়ণগঞ্জ চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গণে শ্রমিক সমাবেশে দেশের বর্তমান শ্রমিক আন্দোলনের পরিস্থিতি তুলে ধরা হবে।
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন: সাধারণ সম্পাদক আঃ সালাম বাবুল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক একেএম আনিসুজ্জামান, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন এবং সহ-সাধারণ সম্পাদক মোঃ রাকিব হোসেন প্রমুখ।
