শনিবার, আগস্ট ৯, ২০২৫
Led05গণমাধ্যম

গাজীপুরে সাংবাদিক হত্যা: টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের নিন্দা

লাইভ নারায়ণগঞ্জ: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন (এনজেটিজেএ)। একই সঙ্গে সংগঠনটি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছে।

এক বিবৃতিতে এনজেটিজেএ’র সভাপতি নাফিজ আশরাফ ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক এই নিন্দা ও প্রতিবাদ জানান। তারা নিহত সাংবাদিক তুহিনের আত্মার মাগফেরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, তুহিনকে হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দ্রুত বিচার আইনে এ হত্যার বিচার নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, প্রকাশ্যে একজন গণমাধ্যমকর্মীকে এভাবে কুপিয়ে হত্যার ঘটনায় পুরো সাংবাদিক সমাজ আজ হুমকি ও নিরাপত্তাহীনতায় ভুগছে।

উল্লেখ্য, গত ৭ আগস্ট রাতে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে সন্ত্রাসীদের হামলায় নিহত হন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। তিনি ‘দৈনিক প্রতিদিনের কাগজ’ পত্রিকার গাজীপুর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

RSS
Follow by Email