শুক্রবার, আগস্ট ৮, ২০২৫
Led03গণমাধ্যম

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের তীব্র নিন্দা

লাইভ নারায়ণগঞ্জ: গাজীপুরের চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব। ক্লাবটির সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এক যৌথ বিবৃতিতে প্রেস ক্লাব নেতারা বলেন, “এভাবে প্রকাশ্যে কুপিয়ে মানুষ হত্যা কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না। এই নির্মম হত্যাকাণ্ড প্রমাণ করে, সমাজে অপরাধীরা কতটা বেপরোয়া হয়ে উঠেছে।”

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর চৌরাস্তার ফুটপাতে চাঁদাবাজির ঘটনা ফেসবুকে লাইভ করার সময় সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত আসাদুজ্জামান দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

RSS
Follow by Email