গাজায় গণহত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে গণসংহতি’র সমাবেশ
লাইভ নারায়ণগঞ্জ: গাজা ও রাফার মজলুম ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে প্রতিবাদী সমাবেশ করা হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) সোনারগাঁও প্রেসক্লাবের অভিমুখে গণসংহতি আন্দোলন সোনাররগাও শাখার উদ্যোগে ওই প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এই সমাবেশে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী জননেতা অঞ্জন দাস। সমাবেশের সভাপতিত্ব করেন মোমেন হাসান প্রান্ত, আহবায়ক, গণসংহতি আন্দোলন, সোনারগাঁও উপজেলা এবং সঞ্চালনা করেন মোবাশ্বির হোসাইন, সদস্য সচিব, গণসংহতি আন্দোলন, সোনারগাঁও উপজেলা।
এ সময় বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা গণসংহতি আন্দোলনের যুগ্ম সদস্য সচিব রাকিবুল ইসলাম হিমেল, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, সোনারগাঁও উপজেলার যুগ্ম সদস্য সচিব ফয়সাল ইসলাম পাপ্পু, পাঠচক্র বিষয়ক সম্পাদক জুম্মি আক্তার। সংহতি বক্তব্য রাখেন সোনারগাঁও প্রেসক্লাবের সদস্য মনির হোসেন এবং ইসলামি আন্দোলনের নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যতে বলেন গাজা ও রাফার মজলুম ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নৃশংস গণহত্যা কান্ড শুধু মুসলমান হত্যা নয় একি একটি পুরো মানবজাতিকে হত্যা করা, এই গণহত্যায় জাতিসংঘের নিরব ভূমিকার তীব্র নিন্দা জানান এবং একই সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ফিলিস্তিনের পক্ষে ও ইসরাইলের বিপক্ষে স্পষ্ট স্থান তুলে দরার আহবান জানান। সকল জুলুমের বিপক্ষে সকলকে প্রতিবাদ করার আহবান জানিয়ে সভার সভাপতি সমাবেশ সমাপ্তি ঘোষণা করেন।