শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫
রাজনীতি

গাজায় গণহত্যার প্রতিবাদে না.গঞ্জে মহানগর বিএনপির বিক্ষোভ

লাইভ নারায়ণগঞ্জ: গাজায় ইসরাইলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর বিএনপি। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে নগরীর ডনচেম্বার এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর বিক্ষোভ মিছিলটি করে নগরীর প্রধান সড়কগুলো প্রদিক্ষন করে।

সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট জাকির হোসেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শিখন সরকার সিপন সহ নেতৃবৃন্দ।

এসময় সমাবেশে এড. সাখাওয়াত হোসেন খান বলেন, ‘আমরা ফিলিস্তিনের পক্ষে আছি। সম্রাজ্যবাদী আমেরিকার ছত্রছায়ায় ওই ইসরাইলরা আমাদের ভাই-বোন ও ছোট শিশুদের মাটির সাথে লুটিয়ে দিচ্ছে। এখান থেকে আমরা এর প্রতিবাদ জানাই। আমরা বিশ্বাস করি পৃথিবীর সকল গণতান্ত্রিক রাষ্ট্র এবং দল এই প্রতিবাদ জানাবে। বিশ্ব বিবেক কোথায়? আজকে তারা নীরব কেন, এই ন্যায়ের পক্ষে ও ফিলিস্তিনির পক্ষে আজ জেগে উঠুক। আগামীতে যদি এ রকম বোমা হামলা হয় তাহলে বিশ্ব শান্তি নষ্ট হবে। বিশ্ব শান্তি নষ্ট হলে কোন দেশেই শান্তিতে থাকতে পারবে না। এই আগুন প্রতিটি দেশে ছড়িয়ে পড়বে। তাই বিশ্ব বিবেকের কাছে আমার অনুরোধ থাকবে, অবিলম্বে ফিলিস্তিনকে স্বাধীনতা দেন, ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধ করুন, তাদের মুক্তি দেন এবং ইসরাইলকে এবং ইসরাইলি পন্য কে বয়কট করুন। ‘

নেতৃবৃন্দ বলেন, আমরা গভীরভাবে ব্যথিত ও মর্মাহত। মানবতার ইতিহাসে এর চেয়ে নৃশংস বর্বরতা আর হতে পারে না। ইসরায়েল অবিচার ও অন্যায়ের মাধ্যমে নিরীহ, নিরাপরাধ ফিলিস্তিনি মুসলমানদের ওপর হত্যাযজ্ঞ চালাচ্ছে। বক্তারা আরও বলেন, জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না, যা অত্যন্ত লজ্জাজনক। আজকের এই সমাবেশ থেকে আমরা তাদের ধিক্কার জানাই। আমরা মনে করি, প্রতিটি শান্তিকামী মানুষ এই বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। তারা বলেন, অনতিবিলম্বে এই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে এবং ইসরায়েলের সঙ্গে সকল দেশের বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। সেই সাথে তাদের পন্য প্রত্যাখান করে অর্থনৈতিক ভাবে পঙ্গু করতে হবে।

RSS
Follow by Email