গাজায় গণহত্যার প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
লাইভ নারায়ণগঞ্জ: গাজায় গণহত্যার প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন। বুধবার (৯ এপ্রিল)বিকেল ৫টায় সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড মিনার মসজিদ এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় সিদ্ধিরগঞ্জ ইসলামী আন্দোলনের উত্তর থানার সভাপতি মুহাম্মাদ ইসমাইল হোসেন এর সভাপতিত্বে ও সেক্রেটারি সাইয়্যেদ রিদওয়ান আহমাদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মুফতী মাসুম বিল্লাহ। আরও উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সেক্রেটারি সুলতান মাহমুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণ এর সভাপতি জনাব সোহেল প্রধান।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা উত্তর এর সিনিয়র সহ-সভাপতি জনাব বিল্লাল হোসেন, সহ-সভাপতি রহমতুল্লাহ লড়াকু, সহ-সভাপতি বিল্লাল হোসেন তালুকদার, দক্ষিণ এর সেক্রেটারি জনাব আব্দুল মজিদ, থানা দ্বীনি সংগঠন এর সদর মাওলানা মাসুম বিল্লাহ, থানা দক্ষিণ শ্রমিক আন্দোলন সভাপতি সিরাজ মোল্লা, থানা যুব সম্মেলনের সাধারণত সম্পাদক আব্দুল মোমেন, থানা ছাত্র আন্দোলন সভাপতি আমীর হামজা সহ ওয়ার্ড নেতৃবৃন্দগণ।