বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫
Led03সিদ্ধিরগঞ্জ

গাছ লাগানোর সুফল পাঁচ বছর পর শহরবাসী উপভোগ করবে: ডিসি

লাইভ নারায়ণগঞ্জ: সবুজ আর পরিচ্ছন্ন নারায়ণগঞ্জের স্বপ্ন পূরণে আরও এক ধাপ এগিয়ে গেল জেলা প্রশাসন। দীর্ঘ দুই মাসব্যাপী চলা বহুল প্রশংসিত ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির অংশ হিসেবে ১ লক্ষ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা অর্জনের পথে অনেকটাই সফল হয়েছে কর্তৃপক্ষ। বুধবার (৯ জুলাই) দুপুরে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের ধনুহাজী খালের উভয় পাড়ে ৩ শতাধিক তালের চারা রোপণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা। এর মাধ্যমে প্রথম ধাপের বৃক্ষরোপণ কর্মসূচি শেষ হলো।

চারা রোপণকালে জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা এই উদ্যোগকে ‘অনেক চ্যালেঞ্জিং কাজ’ বলে অভিহিত করেন। তিনি বলেন, “আমি বললাম আর হয়ে গেলো, বিষয়টা এরকম না। আমার কতগুলো অফিসার দুই মাস যাবত দিনরাত পরিশ্রম করে শেষ পর্যায়ে এসেছে। জেলার প্রত্যেকটা উপজেলার নির্বাহী কর্মকর্তারা বিভিন্ন ডিপার্টমেন্টের লোকজন কাজ করছে। অনেকে গাছ দিয়ে সহযোগিতা করেছেন। সবমিলিয়ে এক লক্ষ গাছ লাগাতে সক্ষম হয়েছি।”

তিনি আরও যোগ করেন, ” গাছ লাগানোর এখন হয়তো এর সুফল বোঝা যাবে না। কিন্তু পাঁচ বছর পর এই গাছগুলোর উপকারিতা শহরবাসী উপভোগ করতে পারবে।” জেলা প্রশাসকের এই মন্তব্য দীর্ঘমেয়াদী পরিবেশগত উন্নতির প্রতি তাদের অঙ্গীকারের ইঙ্গিত দেয়।

উল্লেখ্য, গত ১০ মে শুরু হয়েছিল নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচি। এই উদ্যোগে প্রতিটি উপজেলায় বৃক্ষরোপণের উদ্যোগ নেন জেলা প্রশাসন ও সকল উপজেলা প্রশাসন। এই কার্যক্রমের আওতায় জেলা প্রশাসক নিজে বিভিন্ন স্থানে উপস্থিত থেকে বৃক্ষ রোপণ করেছেন। এছাড়া মন্ত্রণালয়ের কয়েকজন সিনিয়র সচিব, সচিব ও বিভাগীয় কমিশনার, ঢাকা নিজেও অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমে অংশ নিয়ে বৃক্ষ রোপণ করে প্রশংসা কুড়িয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) দেবযানী কর, সাদিয়া আক্তার, আসাদুজ্জামান ও মো. হাবিবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা।

RSS
Follow by Email