বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
ফতুল্লা

গাইবান্ধায় হত্যা করে নারায়ণগঞ্জে আত্মগোপন, কাশিপুর থেকে গ্রেফতার

লাইভ নারায়ণগঞ্জ: গাইবান্ধার পলাশবাড়ীতে পারিবারিক কলহের জেরে পাপিয়া বেগম (৪৫) নামের এক নারীকে গলা কেটে হত্যা মামলার তিন আসামিকে আত্মগোপনে থাকা অবস্থায় নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার (১ জুন) রাতে র‌্যাব-১৩ ও র‌্যাব-১১, এর যৌথ অভিযানে ফতুল্লার চর কাশিপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

রোববার (২ জুন) সকালে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানান র‌্যাব-১৩ অধিনায়কের পক্ষে উপ-পরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ।

গ্রেপ্তারকৃতরা হলেন- গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিরামেরভিটা গ্রামের মো. চাঁন মিয়া ছেলে মো. রাব্বি মিয়া (২৬) ও মো. পাপুল মিয়া (৩০) এবং পাপুল মিয়ার স্ত্রী মোছা. ইসমোতারা বেগম (২৬)।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা চাঞ্চল্যকর পাপিয়া হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামী বলে স্বীকার করেছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য তাদের গাইবান্ধার পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

RSS
Follow by Email