বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
Led03আদালত

গাঁজা খেয়ে যুবককে হত্যা, ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন বন্ধুরা

লাইভ নারায়ণগঞ্জ: গাঁজা সেবন করে বন্ধু সজিব দেবনাথকে হত্যার ঘটনায় ১৬৪ ধারায় স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তারকৃতরা। সোমবার বিকালে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পৃথক দুটি আদালত ওই জবানবন্দি প্রদান করা হয়। মঙ্গলবার (১০ ডিসেম্বর) তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছে কোর্ট পুলিশের ইন্সপেক্টর (ইনচার্জ) মো. কাইউম খান।

জবানবন্দি দিয়েছেন ফতুল্লার পাগলা নয়ামাটি মন্দির সংলগ্ন এলাকার বিজয়ের ছেলে রবি (১৮) ও পাগলা স্কুল সংলগ্ন এলাকার মিঠুর ছেলে সাজ্জাদের (১৮)।

ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম বলেন, শনিবার রাতে সজিব, রবি ও সাজ্জাদ নামে তিন যুবক তৌহিদ ট্রেডার্সের ঘাট দিয়ে নদীতে ভাসমান পাঁচতারা আনলোড নামে ড্রেজারে উঠে। রাত ১২টার পরে গাঁজা সেবন অবস্থায় তিনজন তর্কে জড়িয়ে পড়ে। এসময় রবি ও সাজ্জাদ মিলে সজিবকে গাঁজা কাটার ছুরি দিয়ে পেটে আঘাত করে। তখন সজিব চিৎকার করলে ড্রেজার শ্রমিকরা ঘুম থেকে উঠে আসলে তারা দৌড়ে তীরে উঠে আবারো ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে সজিব মাটিতে লুটে পড়লে রবি ও সাজ্জাদ পালিয়ে যায়। তখন থানায় খবর দিলে তাৎক্ষণিক পুলিশ এসে ধাওয়া করে রবি ও সাজ্জাদকে আটক করেন।

কোর্ট পুলিশের ইন্সপেক্টর (ইনচার্জ) মো. কাইউম খান বলেন, গাঁজা সেবন করে বন্ধু সজিব দেবনাথকে হত্যার ঘটনায় ১৬৪ ধারায় স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছেন রবি ও সাজ্জাদ নামে দুই যুবক। নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পৃথক দুটি আদালতে তারা জবানবন্দি দেয়। বর্তমানে তারা জেল হাজতে আছেন।

RSS
Follow by Email