শুক্রবার, জুলাই ১১, ২০২৫
Led02Led04আড়াইহাজার

গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার নাটকের অভিযোগ, স্বামী আটক

লাইভ নারায়ণগঞ্জ:আড়াইহাজারে চার মাস আগে সংঘটিত ২৫ বছর বয়সী শামসুন্নাহার হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করে তার স্বামী মো. সাইফুল ইসলামকে (২৪) গ্রেফতার করেছে আড়াইহাজার থানা পুলিশ। বৃহস্পতিবার (১০ জুলাই) ডিএমপির ভাটারা থানার জোয়ার সাহারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল ইসলাম স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছেন।

গত ১৫ মার্চ, ২০২৫ তারিখে আড়াইহাজার থানাধীন কুমারপাড়া এলাকার মাসুম মোল্লার বাড়ির নিচতলায় ভাড়া করা কক্ষে শামসুন্নাহারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত সাইফুল ইসলাম, মোসা. রাবেয়া বসরী ওরফে মিষ্টি (২৫) এবং আরও অজ্ঞাতনামা ২-৩ জন এই হত্যাকাণ্ডে জড়িত ছিল। হত্যার পর ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য সাইফুল ইসলাম শামসুন্নাহারের লাশ কক্ষের জানালার গ্রিলের সাথে ওড়না দিয়ে ঝুলিয়ে রাখে।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং শামসুন্নাহারের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদনে ডাক্তার শামসুন্নাহারের মৃত্যুকে একটি হত্যাকাণ্ড হিসেবে মতামত দেন। এরপর শামসুন্নাহারের মা বাদী হয়ে মেয়ের জামাইসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা (মামলা নং-১৭) রুজু করেন।

মামলা দায়েরের পর নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদার মহোদয়ের নির্দেশে এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন এবং আসামিদের গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। ‘সি’ সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মো. মেহেদী ইসলামের তত্ত্বাবধানে তদন্তকারী কর্মকর্তা এসআই (নি.) মো. মেহেদী হাসান সৈকত সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে প্রধান আসামি সাইফুল ইসলামকে গ্রেফতার করেন।

RSS
Follow by Email