শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led04ফতুল্লা

গলাচিপায় যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ২

লাইভ নারায়ণগঞ্জ: গলাচিপায় আর্থিক লেনদেনকে কেন্দ্র করে রাসেল নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করেন।

এর আগে, ১৫ অক্টোবর রাতে গুরুতর আহত অবস্থায় রাসেলকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। এঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, গলাচিপায় বসবাসকারী মো. বিজয় ও মো. হৃদয়।

পুলিশ জানিয়েছে, মোবাইলের টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়। যা এক পর্যায়ে হাতহাতিতে রূপ নেয়। পরবর্তীতে কয়েক জন মিলে রাসেলের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। আহত রাসেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। পরবর্তীতে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করে।

ফতুল্লা থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) শরীফুল ইসলাম লাইভ নারায়ণগঞ্জকে জানান, এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। আটক দুই যুবক অসুস্থ্য থাকায়, ৩০০ শয্যা হাসপাতালে তাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

RSS
Follow by Email