বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
Led02সিদ্ধিরগঞ্জ

গভির রাতে সাইনবোর্ডে বাসে আগুন দিলো দুর্বৃত্তরা

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অনাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাত ১১টা ৪২ মিনিটে সাইনবোর্ড এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে রাত ১১টা ৫২ মিনিটে আদমজী ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ করে।

বিষয়টি নিশ্চিত করে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিন মোল্লা লাইভ নারায়ণগঞ্জকে জানান, কে বা কারা রাত ১১টা ৫০মিনিটে সাইনবোর্ড এলাকায় রাখা অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দিয়া পালিয়ে জায়। আমরা খবর পেয়ে, দুইটি ইউনিট সেখানে গিয়া আগুন নেভানোর কাজ করি।

এদিকে বাসের চালক গণমাধ্যমকে জানায়, দুই হোন্ডায় ৪ জন লোক এসে হটাৎ বাসে আগুন লাগিয়ে চলে যায়। আমি তখন গাড়ির কিছু মাল-পত্র রাখতে একটি বাচ্চাকে বসিয়ে গেরেজে গিয়েছিলাম।

RSS
Follow by Email