গণহত্যার দায়ে শেখ হাসিনাসহ মন্ত্রী-এমপিদের ফাঁসি হবে: মামুন মাহমুদ
লাইভ নারায়ণগঞ্জ: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, শেখ হাসিনা আর কোনদিন বাংলাদেশে ফিরে আসতে পারবে না, আওয়ামীলীগ আর কোন দিন রাজনীতি করতে পারবে না। দেড় থেকে দুই হাজার মানুষকে হত্যা করে যে গণহত্যার নজির স্থাপন করেছেন, সেই গণহত্যার দায়ে আপনার ফাঁসি হবে। আপনার মন্ত্রী-এপিদেরও ফাঁসি হবে। সুতরাং আওয়ামীলীগ আরো কোনদিন বাংলার বুকে রাজনীতি করার সুযোগ পাবে না।
রবিবার (১৩ জুলাই) বিকালে সিদ্ধিরগঞ্জের ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজিত নতুন সদস্য সংগ্রহ, নবায়ন এবং জুলাই গণঅভ্যুত্থান শহীদদের স্মরণে দোয় মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন মামুন মাহমুদ।
তিনি আরো বলেন, এই জুলাই বিপ্লবে গত বছর জুলাই মাসে কিভাবে মানুষ হত্যা করেছে, এই এলাকায়ও অনেক গুলো লাশ এসেছে। এই এলাকা থেকে অনেকে নিহত হয়েছে, আমরা তাদেরকে ভুলে যেতে পারি না। সুতরাং খোঁচাখাচা দিয়েন না, এগুলো দিয়ে কোন লাভ হবে না। বিএনপির কিন্তু এখনো রাষ্ট্র ক্ষমতায় যায়নাই, বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালান কেন? এখন কোন ঘটনা বা আইনশৃঙ্খলার অবনতি ঘটলে সেটার দায় অন্তর্বর্তীকালীন সরকার গ্রহন করবে। এখন যদি খুঁন হয়, আইনশৃঙ্খলার অবনতি হয়, সেই দায় কেন বিএনপি নিবে? বিএনপির কি রাষ্ট্র ক্ষমতায় আছে? সে দায় বিএনপি নিবে না। খুন, আইনশৃঙ্খলার অবনতি, চাদাবাজী হলে সে দায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে। ইতি পূর্বে আমরা দেখেছি যেসকল রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষতমায় ছিলো তারা শুধু তাদের আখের গুছিয়েছে। জনগণের উন্নয়নের টাকা জনগণের হাতে পৌছায় নাই। তারা জনগণের সাথে বেইমানী করেছে।
৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোশারফ হোসেন ভূইয়ার সভাপতিত্বে ও ৭নং ওয়ার্ড যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মিয়ার সার্বিক ব্যবস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি এ্যাডঃ রাকিবুর রহমান সাগর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকন, ৭নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ—সভাপতি খোরশেদ আলম, আক্তারুজ্জামান মৃধা, জুয়েল রানা ও মনির হোসেন প্রমূখ। আরো উপস্থিত ছিলেন, মাজারুল ইসলাম মালি, শহা—আলম, জসিম উদ্দিন, নয়ন, মোক্তার ও সুমন। অনুষ্ঠানের পরিচালনা করেন ৭নং ওয়ার্ড বিএনপির সহ—সাধারণ সম্পাদক মাসুদ রানা ও গাজী শফিকুল ইসলাম মিন্টু।