শনিবার, নভেম্বর ১৫, ২০২৫
ফতুল্লা

গণস্বাক্ষরের মাধ্যমে এনসিসির অন্তর্ভুক্তির জোরালো দাবি কুতুবপুরবাসীর

লাইভ নারায়ণগঞ্জ: দীর্ঘদিনের অবহেলিত রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়নের অপ্রাপ্তি থেকে মুক্তি পেতে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, তৃতীয় দিনের মতো গণস্বাক্ষর কর্মসূচির মাধ্যমে তারা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে (নাসিক) অন্তর্ভুক্ত হওয়ার জোরালো দাবি জানিয়েছেন।

সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শাহী মহল্লা, নিশ্চিন্তপুর, মুসলিমপাড়া, পূর্ব শাহী মহল্লা, পাগলা পূর্বপাড়া (অর্ধাংশ) সহ বিভিন্ন পাড়া-মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। এই কর্মসূচিতে নারী-পুরুষ নির্বিশেষে সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে শৃঙ্খলাবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে তাদের মতামত ব্যক্ত করেন।

স্বাক্ষর প্রদানকালে সাধারণ জনগণ জানান, তারা বিগত বছর ধরে কুতুবপুর ইউনিয়ন পরিষদে নিয়মিত ট্যাক্স বা কর প্রদান করে আসছেন। কিন্তু আক্ষেপের বিষয় হলো, এই বিপুল পরিমাণ কর প্রদান সত্ত্বেও ইউনিয়নের রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি।

এই বঞ্চনা থেকে মুক্তি পেতেই কুতুবপুরের জনগণ এখন একমত ও ঐক্যবদ্ধ হয়েছেন। তারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হতে পারলেই তাদের নাগরিক উন্নয়ন নিশ্চিত হবে। এই প্রত্যয় নিয়েই তারা গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করে নাসিক-এর অন্তর্ভুক্তির দাবি তুলেছেন।

তৃতীয় দিনের এই গণস্বাক্ষর কর্মসূচিটি পরিচালনা করেন শাহীমহল্লা কবরস্থান উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ও অত্র বাস্তবায়ন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন শাহীমহল্লা কবরস্থান উন্নয়ন কমিটির সভাপতি মোঃ বাবুল আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন, কবরস্থান কমিটির উপদেষ্টা ও পাগলা বাজার সমিতির সভাপতি মোঃ মাজহারুল আলম মিথুন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আনিসুর রহমান, মোঃ জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব এস.এম.কাদির, মোঃ নাসির উদ্দিন প্রধান, মোঃ হায়দার আলী, মোঃ ইব্রাহিম গাজী, এম এ জাহের মোল্লা, আদালত ভূইয়া স্যার, প্রগতি সভাপতি আমির হোসেন লিটন, মোঃ হুমায়ন কবির, মোঃ সুজন, ইসহাক খাঁন, মোঃ মহসিন দেওয়ান, মোঃ বাবু, মোঃ আনোয়ার হোসেন, মাহফুজুর রহমান, আশিকুল্লাহ রাশেদ, মোঃ বিল্লাল হোসেন প্রমুখ।

এই গণস্বাক্ষর কর্মসূচির মধ্য দিয়ে কুতুবপুরের জনগণের দীর্ঘদিনের বঞ্চনা ও উন্নয়নের আকাঙ্ক্ষা আরো একবার স্পষ্টভাবে প্রকাশ পেল।

RSS
Follow by Email