গণসমাবেশের অনুমতি চেয়ে ডিসি-এসপির সাথে খেলাফত মজলিসের সাক্ষাৎ
লাইভ নারায়ণগঞ্জ: আগামী ১০ অক্টোবর নগরীর ডিআইটি চত্বরে গণসমাবেশ করার অনুমতি ও সার্বিক সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ খেলাফত মজলিসের একটি প্রতিনিধিদল। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রথমে প্রতিনিধিদলটি জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সাথে দেখা করেন। এ সময় তারা জেলা প্রশাসককে তাদের পূর্বনির্ধারিত গণসমাবেশ সম্পর্কে অবহিত করেন। আগামী ১০ অক্টোবর শুক্রবার বিকেল ৩টায় আয়োজিত এই গণসমাবেশে দলের আমীরে মজলিস আল্লামা মামুনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। গণসমাবেশের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে জুলাই সনদ বাস্তবায়ন, শাপলা চত্বরের গণহত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচার, প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং খেলাফত প্রতিষ্ঠা। প্রতিনিধিদল সমাবেশটির জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করলে জেলা প্রশাসক তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এরপর প্রতিনিধিদলটি নবাগত পুলিশ সুপার মোঃ জসীমউদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করে। সাক্ষাৎকালে নেতৃবৃন্দ জেলার আইন-শৃঙ্খলা রক্ষা এবং মাদক ও সন্ত্রাস দমনে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা ওবায়দুল কাদের নদভী কাসেমী এবং মহানগর সভাপতি মাওলানা মামুনুর রশীদ-এর নেতৃত্বে প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা এমদাদুল্লাহ, মহানগরীর সেক্রেটারি আল-আমিন রাকিব, মহানগরীর সহ-সভাপতি নূর আলম, আলহাজ্ব আনোয়ার হোসেন, আলহাজ্ব সানাউল্লাহ মেম্বার, জেলার সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, প্রকাশনা সম্পাদক মাওলানা ইসলামুল হক, আড়াইহাজার থানার সেক্রেটারি মাওলানা আশরাফুল ইসলাম এবং বন্দরের মুফতি মোশাররফ হোসাইন হাতেমী।