গণসংহতি’র কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন না.গঞ্জের ৪ নেতা
লাইভ নারায়ণগঞ্জ: গণসংহতি আন্দোলনের ৫ম জাতীয় সম্মেলনে দলের কেন্দ্রীয় কমিটিতে নারায়ণগঞ্জ থেকে চারজন নেতা নির্বাচিত হয়েছেন। গত ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সর্বসম্মতিক্রমে ৫৫ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠিত হয়।
৫ম জাতীয় সম্মেলনের ৫৫ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে সর্বসম্মতিক্রমে নারায়ণগঞ্জের চার নেতা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন। তারা হলেন— দলের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, মহানগর কমিটির সমন্বয়কারী বিপ্লব খান এবং নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার। এই চার নেতা কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে জয়যুক্ত হয়েছেন।
গত ৩১ অক্টোবর ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের সদস্যরা শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন। পরবর্তীতে ১ এবং ২ নভেম্বর সাভার গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবনে সারাদেশ থেকে আগত প্রায় সাড়ে চারশো ডেলিগেটদের নিয়ে কাউন্সিল অধিবেশন শুরু হয়।
সভায় সর্বসম্মতিক্রমে পুনরায় জোনায়েদ সাকি দলের প্রধান সমন্বয়কারী পদে এবং আবুল হাসান রুবেল নির্বাহী সমন্বয়কারী পদে নির্বাচিত হন।
সম্মেলনে উপস্থিত ডেলিগেটদের মতামতের ভিত্তিতে দলের সংক্ষিপ্ত নাম, গঠনতন্ত্র ও রূপরেখার বিভিন্ন জায়গায় পরিবর্তন আনা হয়। এখন থেকে গণসংহতি আন্দোলনের সংক্ষিপ্ত নাম আকারে ইংরেজিতে জিএসএ (GSA) ব্যবহারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
