মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫
Led05রাজনীতি

গণসংযোগে খোরশেদ ‘আগে প্রতিদ্বন্দ্বী আ.লীগ, এখন লড়াইটা অদৃশ্য শক্তির বিরুদ্ধে’

লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় বিভেদ ভুলে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে ভোট চাওয়ার বার্তা নিয়ে গণসংযোগ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৪টা থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ ও ২৫ নং ওয়ার্ডে ধানের শীষ মার্কার পক্ষে এই গণসংযোগ ও তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করেন তিনি। গণসংযোগটি ২৫ নং ওয়ার্ডের উত্তর লক্ষণ খোলা থেকে শুরু হয়ে নবীগঞ্জ খেয়াঘাট পর্যন্ত বিস্তৃত ছিল।

গণসংযোগকালে খোরশেদ প্রতিটি দোকানপাট, মসজিদে আসা সাধারণ মুসল্লি এবং তরুণ ভোটারদের হাতে লিফলেট তুলে দেন। এসময় তিনি সকলের উদ্দেশ্যে বলেন, “আমাদের দল থেকে অনেক যোগ্য ব্যক্তি সম্ভাব্য প্রার্থী হিসেবে আছেন। আমাদের দাবি, ব্যক্তি যেই হোক ধানের শীষ প্রতীক যার হাতে থাকবে, তাকেই আপনার মূল্যবান ভোটটি দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবেন।”

তিনি নিজের নামসহ অ্যাডভোকেট আবুল কালাম, মাসুদুজ্জামান মাসুদ, বাবুল, সাখাওয়াত, টিপু – যার হাতেই ধানের শীষের প্রতীক দেওয়া হোক না কেন, সবাই মিলে তার পক্ষে কাজ করার অঙ্গীকার করেন। তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উক্তি স্মরণ করিয়ে বলেন, ‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।’

খোরশেদ বলেন, তারেক রহমান বলেছেন বিএনপি ক্ষমতা চায় না, চায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে জনগণের সেবা করতে। তিনি বলেন,

“আমরা ওয়াদা করতে পারি, যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আপনারা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতে দেন, তাহলে কারো সন্তান খুন হবে না, গুম হবে না পুলিশ বাহিনীর হাতে বা বিএনপির কোনো নেতাকর্মীর হাতে—সেই নিশ্চয়তা আমি আপনাদের দিতে পারি।”

তিনি বলেন, তারা এমন একটি বাংলাদেশ চান যেখানে কোনো রাজনৈতিক দল অন্য দলের নেতাকর্মীদের গুম করবে না এবং রাষ্ট্রীয় বাহিনী দিয়ে মায়ের সন্তানকে গুলি করা হবে না।

খোরশেদ আরও বলেন, আগামী নির্বাচনকে ঠেকাতে দেশীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র হচ্ছে। তিনি বলেন, “আগে আমরা আমাদের প্রতিদ্বন্দ্বী দল আওয়ামী লীগ জানতাম, এখন আমাদের লড়াইটা একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে। সেই অদৃশ্য শক্তি কে, তাদের গডফাদার কে, কিছুই আমরা জানি না।”

গণসংযোগকালে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক চৌধুরী দিপু, বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেন, মুছা মিয়া, মো. মিঠু, বন্দর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির, মনির হোসেন সহ ২৪ ও ২৫ নং ওয়ার্ড বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ।

RSS
Follow by Email