মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫
Led02অর্থনীতি

গণশুনানিতে হাতেমের প্রশ্ন ‘উন্নয়নের জন্য এলএনজি আমদানি হলে ভ্যাট বসানোর কি প্রয়োজন’

লাইভ নারায়ণগঞ্জ: গ্যাসের দাম প্রায় তিনগুন বাড়ানোর প্রস্তাব রাখে বিইআরসি। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে সেই প্রস্তাবের উপর এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

গণশুনানিতে এক বক্তব্যে প্রশ্ন ছুড়ে দিয়ে বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘গত সরকারের আমলে এলএনজি গ্যাস আমদানি করা হলো, কিন্তু সেখানে সরকার ভ্যাট বসিয়েছে। এর মধ্যে আমরা মিডিয়ার মাধ্যমে কিছু কমিশন বানিয্যের কথাও শুনেছি। একটা দেশের উন্নয়নের জন্য যদি এলএনজি যে আমদানি করা হয় সেখানে ভ্যাট বসানোর কি প্রয়োজন। যে টাকাটা ভ্যাট নিয়েছি সেটা আমাদের ব্যবসায়ীদের ও ইন্ডাস্ট্রির জন্য সাশ্রয় হতো।’

গণশুনানীতে প্রস্তাবের তীব্র বিরোধিতা করে অংশীজনরা বলেন, ‘গ্যাসের দাম বাড়ালে হুমকির মুখে পড়বে বিনিয়োগ-ব্যবসা-বাণিজ্য আর শিল্প খাত। যার ফলে সার্বিকভাবে ব্যাহত হবে দেশের অর্থনীতি।’

মূলত নতুন শিল্প কারখানার বয়লার ও শিল্প কারখানার জেনারেটরে (ক্যাপটিভ) সরবরাহ করা গ্যাসের দাম যথাক্রমে ৩০ ও ৩১.৭৫ টাকা থেকে বাড়িয়ে ৭৫.৭২ টাকা, প্রতিশ্রুত গ্রাহকদের (ইতোমধ্যে অনুমোদিত) গ্যাসের বিল অর্ধেক করার প্রস্তাব করেছে পেট্রোবাংলা।

এর আগে ২৩ ফেব্রুয়ারি পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ ও ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত পলিসি কনসিডারেশন ইন এনার্জি অ্যাফোর্ডিবিলিটি অ্যান্ড ইমপ্যাক্ট অন ইন্ডাস্ট্রিয়াল কমপিটিটিভনেস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে

মোহাম্মদ হাতেম বলেন, ‘শিল্পায়নের জন্য গ্যাসের সংকট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নতুন কোনো বিনিয়োগ বিশেষ করে বিদেশি বিনিয়োগ না আসার সবচেয়ে বড় কারণ গ্যাস সংকট।’

RSS
Follow by Email