সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
Led04জেলাজুড়েসিদ্ধিরগঞ্জ

গণমাধ্যমের পরিচয়ে গাঁজা পরিবহন, আটক ২

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে গাড়িতে গণমাধ্যমের স্টিকার লাগিয়ে মাদক পরিবহনের অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ। রোববার (৭ এপ্রিল) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার সিমা ডাইং এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, গোপালগঞ্জের সুলতানশাহী এলাকার মৃত আক্কাস মোল্লার ছেলে তাজুল ইসলাম (৩৫) ও নরসিংদীর পলাশ এলাকার মৃত আব্দুল গণি মিয়ার ছেলে সাজ্জাদ হোসেন (২৮)। তাদের থেকে ‘সিএনএন বাংলা টিভি’ ও ‘মাতৃভূমির খবর’ স্টিকার লাগিয়ে একটি কালো এক্স নোয়া গাড়ি জব্দ করা হয় বলে জানা যায়।

বিষয়টি সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক লাইভ নারায়ণগঞ্জকে বলেন, গতকাল গোপন তথ্যের ভিত্তিতে এক অভিযানে তাদের কে আটক করা হয়। গ্রেফতার ব্যক্তিরা পেশায় সাংবাদিক কিনা সেটা জানা যায় নি। তবে তাদের থেকে আমরা ২ কজি গাজা উদ্ধার করেছি। আমাদের কাছে তথ্য ছিলো যে তারা দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের স্টিকার লাগিয়ে মাদক পাচারের কাজ করে আসছিলেন। তাদের থানায় একটি বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে।

RSS
Follow by Email