গণমাধ্যমকর্মীদের সাহসিকতার সঙ্গে সৎ সাংবাদিকতা করা উচিত: মামুন মাহমুদ
লাইভ নারায়ণগঞ্জ: সাংবাদিকরা জাতির বিবেক এবং তাদের সাহসিকতার সঙ্গে সৎ ও স্বচ্ছ সাংবাদিকতা করা উচিত। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের সত্য তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের গ্রিন গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে দৈনিক বাংলা পত্রিকার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “দৈনিক বাংলা একটি জাতীয় দৈনিক এবং এই পত্রিকার সংবাদের গুরুত্ব অনেক বেশি।” তিনি সাংবাদিকদের প্রতি আবেগতাড়িত না হয়ে সত্য উদঘাটনমূলক সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক বাংলা পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি লতিফ আহমেদ আকাশ। দৈনিক বাংলার চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে কেক কাটার পাশাপাশি একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অকিলউদ্দিন ভূঁইয়া, মো. কবির হোসেন, নুরহোসেন ও বাবুল হোসেন। এছাড়াও ব্যবসায়ী মোহাম্মদ আলী, যুবদল নেতা মো. ইউসুফ, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফারহান, সম্রাট আকবর, সদর থানা ছাত্রদল নেতা আরাফাত, প্রমিক, সানি, যুবায়ের, ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা রনি এবং ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা ইমান হোসেন।
এ সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন, যাদের মধ্যে রয়েছেন দৈনিক সমকালের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি শাহজাহান জনি, নিউ নেশন ও আলোকিত বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোস্তাক আহমেদ শাওন, দৈনিক এশিয়া বাণী ও মুসলিম টাইমসের স্টাফ রিপোর্টার সাইফুল্লাহ মো. খালিদ রাসেল, বিজনেস বাংলাদেশ পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি এসকে মাসুদ রানা, বিজয় টিভির জেলা প্রতিনিধি গাজী সোহেল, দৈনিক স্বাধীনমতের প্রতিনিধি সম্রাট আকবর এবং চ্যানেল এস-এর প্রতিনিধি সাদ্দাম হোসেন মুন্না।