বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫
সদর

গণপিটুনিতে হানিফ হত্যা: ৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে গণপিটুনিতে নিহত আবু হানিফ (৩০) হত্যা মামলার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ঘটনার সময়ের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় মঙ্গলবার (২১ অক্টোবর) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন: মো. বাহার (৩৬), পিতা- ফরচান, সাং- টনকী, মুরাদনগর, কুমিল্লা। (বর্তমানে- ডন চেম্বার মোবারক ভিলার ভাড়াটিয়া, নারায়ণগঞ্জ সদর)। ২. মো. মুশফিকুর রহমান জিতু (২৯), পিতা- শফিকুর রহমান মুনা, সাং- ১০৪ নবাব সিরাজউদ্দৌলা রোড, মেট্রো হল, নারায়ণগঞ্জ সদর। ৩. মো. সাইদুল ইসলাম (২৫), পিতা- ফরচান, সাং- টনকী, মুরাদনগর, কুমিল্লা। (বর্তমানে- ডন চেম্বার মোবারক ভিলার ভাড়াটিয়া, নারায়ণগঞ্জ সদর)।

সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত তিন আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য তাদের অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, গত ২০ অক্টোবর নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় ধর্ষণের অভিযোগে বাসা থেকে তুলে নিয়ে মারধরের পর হাসপাতালে আবু হানিফ নামের ওই যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় তার পরিবার থানায় হত্যা মামলা দায়ের করে।

RSS
Follow by Email