শনিবার, মার্চ ২২, ২০২৫
Led04শিক্ষা

গণতান্ত্রিক শিক্ষাঙ্গন প্রতিষ্ঠায় তোলারাম কলেজ ছাত্র ফেডারেশনে ইফতার-সভা

# দখলদার ছাত্র সংগঠনের দমন-পীড়নের বিরুদ্ধে সোচ্চার হতে হবে: সাইদুর

লাইভ নারায়ণগঞ্জ: গণতান্ত্রিক শিক্ষাঙ্গন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের মতবিনিময় সভা ও ইফতারের আয়োজন করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) সরকারি তোলারাম কলেজ পদ্মা মিলনায়তনে, ছাত্র ফেডারেশন সরকারি তোলারাম কলেজ শাখার উদ্যোগে ওই সভা ও ইফতার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি ও সরকারি তোলারাম কলেজ শাখার সংগঠক সাইদুর রহমান এবং সঞ্চালনা করেন শাখার সংগঠক মুন্নি আক্তার প্রত্যাশা।

সভায় উপস্থিত ছিলেন তোলারাম কলেজের সাবেক শিক্ষার্থী ও ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা, জেলার সাবেক সভাপতি রফিকুল বাপ্পি, সাবেক সভাপতি জাহিদ সুজন, তোলারাম কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক রাইসুল রাব্বি, তোলারাম কলেজের সাবেক নেতা রাকিবুল ইসলাম দীপু, পপি রানি সরকার, মেহেদী হাসান উজ্জ্বল, আরিফ হোসেন নয়ন, জেলা সহ-সভাপতি সৌরভ সেন, সহ-সাধারণ সম্পাদক তাইরান আবাবিল রোজা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া, বর্তমান নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন তোলারাম কলেজ শাখার সংগঠক রাইসা ইসলাম, আশা মনি, সিয়াম হাওলাদার, আয়াতুল ইসলাম, মাহিম হাসান, শারমিন, রূপালি, পারভেজ সহ ছাত্র ফেডারেশনের অন্যান্য নেতাকর্মীরা।

সভায় নেতৃবৃন্দ গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণে ছাত্রদের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

সভাপতির বক্তব্যে সাইদুর রহমান বলেন, গণতান্ত্রিক ক্যাম্পাস প্রতিষ্ঠার জন্য শিক্ষার্থীদেরই সংগঠিত হতে হবে। প্রশাসনের একপেশে সিদ্ধান্তের বিরুদ্ধে, দখলদার ছাত্র সংগঠনের দমন-পীড়নের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হলে শিক্ষার্থীদের মতপ্রকাশের স্বাধীনতা, সমান সুযোগ, দুর্নীতিমুক্ত শিক্ষাঙ্গন এবং সুষ্ঠু একাডেমিক ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এজন্য প্রত্যেক ছাত্র-ছাত্রীকে সচেতন হতে হবে এবং সংগঠিত আন্দোলনের মাধ্যমে নিজেদের ন্যায্য দাবি আদায় করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন সব সময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের পক্ষে কাজ করেছে এবং ভবিষ্যতেও গণতান্ত্রিক, বৈষম্যহীন ও জ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করবে।

অনুষ্ঠান শেষে সকল অংশগ্রহণকারী সদস্যদের নিয়ে ইফতার আয়োজন করা হয়।

RSS
Follow by Email