গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে বিএনপির নেতাকর্মীরা আত্মত্যাগ করেছে: মামুন মাহমুদ
লাইভ নারায়ণগঞ্জ: অন্তর্বর্তীকালীন সরকার এক বছরে দেশের কোনো উন্নয়ন করতে পারেনি উল্লেখ করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এই দাবি জানান কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ। তিনি বলেন, একটি নির্বাচিত সরকার ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে এক বছর নষ্ট করেছে, যা শুধু কাগজে-কলমেই রয়ে গেছে। ফলে এ এক বছরে বাংলাদেশ অনেক পিছিয়ে গেছে। তাই জনগণের স্বার্থে অতি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে।
নির্বাচন নিয়ে যেকোনো ধরনের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “বাংলাদেশের মানুষ সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে জানে। মানুষ সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আগামী ফেব্রুয়ারির নির্বাচন অবশ্যই নিশ্চিত করবে।” তিনি আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে বিএনপির নেতাকর্মীরা আত্মত্যাগ করেছে, এবং জনগণ তাদের পাশে দাঁড়িয়ে সেই আত্মত্যাগকে স্মরণ করছে।
তিনি বলেন, আজকের এই সভাই প্রমাণ করে যে, জনমানুষ যখন ঐক্যবদ্ধ হয়, তখন কোনো ফ্যাসিবাদ ফিরে আসতে পারে না। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের জায়গা হবে না।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলা ও স্থানীয় পর্যায়ের বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো. নজরুল ইসলাম বাবুল, জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ ও অকিল উদ্দিন ভুঁইয়া, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য ইমাম হোসেন বাদল, থানা ছাত্রদলের সাবেক সভাপতি মো. দেলোয়ার হোসেন খোকন, থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোল্লা মো. শাখাওয়াত হোসেন, থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ আলম মাস্টার, মহানগর যুবদলের সদস্য মো. জুয়েল রানা, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক লুৎফুর রহমান রাসেল এবং ওম মোহাম্মদ জিয়াউদ্দিন বিজয়সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।