গণতন্ত্র পুনরুদ্ধার ও ডেঙ্গু সচেতনতায় ১৪ নং ওয়ার্ডে মাসুদুজ্জামান গণসংযোগ
লাইভ নারায়ণগঞ্জ: রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠন এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে স্থানীয় বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২২ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। একইসঙ্গে জনস্বাস্থ্য সুরক্ষায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হয়।
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদের নির্দেশনায় এই কর্মসূচি পালিত হয়।
গণসংযোগে অংশগ্রহণকারীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। তারা বলেন, বর্তমান সময়ের রাজনৈতিক ও প্রশাসনিক বাস্তবতায় তারেক রহমানের এই ৩১ দফা জনগণের স্বপ্ন, প্রত্যাশা ও পরিবর্তনের একটি অঙ্গীকার।
কর্মসূচিতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু এবং যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার হোসেন আনু।
গণসংযোগ শেষে সংক্ষিপ্ত পথসভায় সভাপতিত্ব করেন ১৪ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা, সাবেক মহানগর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও বর্তমান মহানগর বিএনপি নেতা সরকার আলম।
এ সময় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু বলেন, “রাষ্ট্রের প্রয়োজনে যে সকল বিষয়গুলো গুরুত্বপূর্ণ তা এই ৩১ দফায় উল্লেখ করা আছে। আমরা ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন ও ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিষয়ে মানুষকে সচেতন করতে মাসুদ ভাইয়ের পক্ষ থেকে মানুষের কাছে যাচ্ছি।” তিনি আরও বলেন, তারা মাসব্যাপী এই কর্মসূচি গ্রহণ করেছেন যা আগামী দিনেও অব্যাহত থাকবে। তিনি নারায়ণগঞ্জ-৫ আসনে নিজস্ব সামর্থ্য, যোগ্যতা ও মেধা সম্পন্ন নেতৃত্ব প্রত্যাশা করেন।
পথসভায় সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু ছাড়াও উপস্থিত ছিলেন সাবেক জেলা ছাত্রদল নেতা ও সর্বদলীয় ছাত্র ঐক্যের সাবেক সদস্য, মহানগর বিএনপি নেতা জয়নাল আবেদীন, সদর থানা বিএনপির সহ-সভাপতি মহসিন উল্লাহ, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আক্তার হোসেন এবং নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সহ-সাধারণ সম্পাদক হানিফ।
এছাড়াও মহানগর, সদর থানা, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ— দেলোয়ার, আওলাদ, ইব্রাহিম, বাশার, শিপন, শাহজালাল, রুহুল আমিন, মহিউদ্দিন, মনির, মনু, জাহাঙ্গীর, আল ইসলাম, সেলিম আহাম্মেদ, সঞ্জু, সুজন, নাঈম, জিতু, শ্যামল সহ বিপুল সংখ্যক নেতাকর্মী গণসংযোগে অংশ নেন।