শনিবার, মে ২৪, ২০২৫
Led02রাজনীতি

গণঅভ্যুত্থানে শহীদ আরমান মোল্লার পরিবারের পাশে তারেক রহমান

লাইভ নারায়ণগঞ্জ: চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ আরমান মোল্লার পরিবারের পাশে দাড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৩ মে) সকাল ১১টায় নরসিংদীর মেহেরপারা এলাকায় শহীদ পরিবারের সাথে দেখা করেন ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের নেতৃবৃন্দ।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রকাশিত ‘চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ আরমান মোল্লার ছেলে-মেয়ের ঠাঁই হলো এতিমখানায়’ এমন নিউজের প্রেক্ষিতে শহীদ আরমান মোল্লার পরিবারের সাথে সাক্ষাৎ করে সংগঠনের নেতাকর্মীরা। তারেক রহমানের নির্দেশনায় সাক্ষাৎকালে শহীদ আরমান মোল্লার স্ত্রীর খোঁজ খবর নেন প্রতিনিধি দলটি। তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছেনো এবং শহীদ আরমান মোল্লার সন্তানদের পড়ালেখার দায়িত্ব নিয়ে পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও আমরা বিএনপি পরিবার সংগঠনের প্রধান উপদেষ্টা এড. রুহুল কবির রিজভী, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, উপদেষ্টা আবুল কাশেম ও সদস্য মাসুদ রানা লিটন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, নারায়নগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মশিউর রহমান রনি, কবি রেজাউদ্দিন স্টালিন, ঢাকা কলেজ ছাত্রদল নেতা মিসবাহ-সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ২১ জুলাই ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অংশ নিয়ে নরসিংদীতে শহীদ হন আরমান মোল্লা।

RSS
Follow by Email