গণঅভ্যুত্থানে না.গঞ্জের ২১ শহীদ পরিবারকে ২লাখ টাকা করে আর্থিক অনুদান
লাইভ নারায়ণগঞ্জ: ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জের প্রতিটি শহীদ পরিবারকে ২লাখ টাকা করে আর্থিক অনুদান প্রদান করেছে জেলা প্রশাসক। বুধবার (১৬ এপ্রিল) বিকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ২১ পরিবারকে এ অনুদান দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘গণঅভুত্থানের নিহত আহতরা যে দেশ গড়ার স্বপ্ন নিয়ে আন্দোলনের নেমেছিল সেটি যদি বাস্তব হয় তাহলে তাদের ত্যাগ সার্থক হবে। আমরা চাই সকলকে নিয়ে একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করব। নিহতদের পরিবারের পাশে আমরা সব সময় আছি। তারা আজ যে দাবিগুলো তুলেছে সেগুলো যৌক্তিক। এবং সে দাবিগুলো যত তাড়াতাড়ি সম্ভব প্রতিষ্ঠা করা যায় আমরা সে চেষ্টা করব।’
এসময় জেলা পরিষদের আয়োজনে প্রধান অতিথি হিসাবে ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা পরিষদ মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অনুষ্ঠানে জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা হোসনে আরা বেগমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ড. মো. মনিরুজ্জামান, জেলা সিভিল সার্জন ডা. মুশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খাঁন, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খাঁন টিপু, মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক নিরব রয়হান।