শনিবার, জুলাই ২৬, ২০২৫
রাজনীতি

গণঅভ্যুত্থানের বছরপূর্তিতে বন্দরে ছাত্র সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

লাইভ নারায়ণগঞ্জ: জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর উপলক্ষে বন্দরে ছাত্র সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। শুক্রবার (২৫ জুলাই) বিকাল ৪টায় বন্দরের কেন্দ্রিয় শহিদ মিনারে এ সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বন্দর উপজেলা সংগঠক নাফসিন আহমেদ জিসানের সভাপতিত্বে ও সরকারি কদম রসুল কলেজ শাখার সংগঠক আহমেদ রবিন সপ্নের পরিচালনায় বক্তব্য রাখেন বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাবেক সহ—সভাপতি মুন্নী সরদার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারাণয়গঞ্জ জেলার আহ্বায়ক সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক নাসিমা সরদার প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন প্রায় দেড় হাজার মানুষের নির্যাতন, নিপীড়ন ভোগের বিনিময়ে দীর্ঘ ১৫ বছরের স্বৈরাচারী আওয়ামী দুঃশাসন থেকে দেশ মুক্ত হয়। জুলাই গণঅভ্যুত্থানের মূল কারিগর এ দেশের জনতা। অভ্যুত্থানের স্বপ্ন এ দেশের শিক্ষার্থীরা এঁকেছিল সারা দেশের দেয়ালে দেয়ালে অজ¯্র গ্রাফিতিতে। যেখানে সমতা, ন্যায্যতা আর এক বৈষম্যহীন সমাজের স্লোগান তুলেছিল এই স্বপ্নবাজ তরুনেরা। বছর ঘুরে আবার জুলাই আসতে না আসতে দেয়ালের রং যেমন বিবণ হয়ে গেছে তেমনি মানুষের স্বপ্নও বুঝি ফিকে হয়ে আসছে। কেননা সরকার দায়িত্ব গ্রহনের কিছুদিন পরেই তার হাত শ্রমিকদের রক্তে রঞ্জিত হয়েছে। মব সন্ত্রাস একটি নিত্য নৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছে। এরই মধ্যে পত্রিকায় এসেছে বিগত ১০ মাসে মব সন্ত্রাস করে ১৭২ জন মানুষকে হত্যা করা হয়েছে। নারীদের উপর চলছে মোরাল পুলিশিং, নিপীড়ন, নির্যাতন। নারী ফুটবল খেলা বন্ধ, বাউল গানের অনুষ্ঠানে বাধা দেওয়া হয়েছে। ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়, মাজার ইত্যাদি নানা প্রতিষ্ঠানে হামলা করা হচ্ছে। এই ধরনের মবের বিরুদ্ধে আমাদের স্বোচ্চার হওয়া প্রয়োজন।
নেতৃবৃন্দ আরও বলেন বন্দর উপজেলা নারায়ণগঞ্জে একটি গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘদিন ধরে মাদক, সন্ত্রাস, নৈরাজ্য ও চাঁদাবাজির কারনে প্রতিনিয়ত বিভিন্ন্ধসঢ়; অপরাধমূলক কাজ চলছে, তরুন প্রজন্মকে এগিয়ে নিতে রাষ্ট্রের তেমন তৎপরতা নেই। এ সংকট নিরসনে বেশি বেশি সংস্কৃতি ও শিক্ষামূলক আয়োজন বৃদ্ধি করা প্রয়োজন। নেতৃবৃন্দ একই সাথে জুলাই শহীদদের বিচার ও নারায়ণগঞ্জে স্বায়ত্বশাসিত পাবলিক বিশ^বিদ্যালয় ও মেডিকেল কলেজের দাবি জানান।

RSS
Follow by Email