গডফাদার শামীম ওসমান-গডমাদার আইভীর বিচারের দাবি জানাচ্ছি: টিপু
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র স এড. আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, চুয়ান্ন বছর আগে আমাদের পূর্ব পুরুষরা যে আশা আকাঙ্খায় স্বাধীনতা যুদ্ধ করেছেন সেই আশা আকাঙ্খা আজ অব্দি পূরণ হয়নি। তেমনি জুলাই আগস্টে ফ্যাসিস্টদের বিরুদ্ধে যে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের আশা আকাঙ্খা ছিলো, সেটা যাতে কোন ভাবেই বৃথা না যায়। শুধু মুক্তিযুদ্ধের কোটা দিয়ে বৈষম্য দূর করলে চলবে না, বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে বৈষম্য দূর করতে হবে।
বুধবার (১৬ এপ্রিল) বিকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জের প্রতিটি শহীদ পরিবারকে জেলা প্রশাসনের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো. জাহিদুল ইসলাম মিঞা।
এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, যারা শহীদ পরিবার আছে, তাঁরা দাবি জানিয়েছেন শহীদদের তালিকা করে একটি স্মৃতিস্তম্ভ তৈরী করার জন্য। আমরা ইতোমধ্যে জেলা প্রশাসকদের সাথে কথা বলেছি। তিনি আমাদের আশ্বাস দিয়েছে, জুলাই আগস্টের শহীদদের ছবিসহ একটি স্মৃতিস্তম্ভ তৈরী করবেন। আজকে হয়তো শহীদ পরিবারদের আর্থিক অনুদান দেয়া হবে, কিন্তু যারা শহীদ হলো ও তাদের যারা হত্যা করলো তাদের যদি বিচার না হয়। তবে শহীদের রক্তের সাথে আমাদের বেঈমানী করা হবে। আমি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বলতে চাই, যারা এই হত্যাকান্ড করেছে তাদের আইনের আওতায় নিয়ে দ্রুত গ্রেপ্তার করতে হবে। গডফাদার শামীম ওসমান, সেলিম ওসমান, আজমেরি ওসমান ও গডমাদার আইভী এবং যারা এর সাথে জড়িত, তাদের চার্জশীট দাখিল করে অনতি বিলম্বে বিচারের দাবি জানাচ্ছি।