বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
Led05সিদ্ধিরগঞ্জ

গজারিয়ায় অস্ত্র-মাদকসহ সিদ্ধিরগঞ্জের সজু গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: আবারও গ্রেপ্তার হয়েছে সিদ্ধিরগঞ্জের ‌চি‌হ্নিত সন্ত্রাসী তানজীম কবির সজীব ওরফে সজু। এবার তাঁর কাছ থেকে পিস্তল ও ৪৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মুন্সিগঞ্জের গজারিয়া থানা এলাকা থেকে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুর আড়াইটায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাত ৮টার দিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে র‌্যাব।

গ্রেপ্তারকৃত কবির সজীব ওরফে সজু বিএনপি নেতা হুমায়ন কবিরের ছেলে। তবে, তিনি নিজেকে আওয়ামী লীগ নেতা পরিচয় দিতেন।

সিদ্ধিরগঞ্জ থানায় সজুর বিরুদ্ধে অন্তত ৭টি মামলা রয়েছে বলে জানা গেছে।

তার বিরুদ্ধ বরাবরই মাদক, জুট সন্ত্রাসসহ নানা অভিযোগ ছিল।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা সোহেব আলী রাত সাড়ে ১১টার দিকে লাইভ নারায়ণগঞ্জকে জানান, দুপুর আড়াইটার দিকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের কাছে হস্তান্তর করেছে রাত আটটার দিকে। সুজুর কাছ থেকে একটি পিস্তল ও ৪৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আগামীকাল তাকে আদালতে উঠানো হবে।

RSS
Follow by Email