খোরশেদের নেতৃত্বে খালেদা জিয়ার জানাজায় না.গঞ্জ থেকে নেতাকর্মীদের অংশগ্রহণ
লাইভ নারায়ণগঞ্জ:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে নারায়ণগঞ্জ থেকে বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ ঢাকায় গিয়েছেন। খোরশেদের নেতৃত্বে এ বহরে যুবদলের সাবেক নেতৃবৃন্দসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
জানাযা বাদ জোহর অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় খুব সকালেই খোরশেদ বাস ভাড়া করে নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেন। এ সময় তার সঙ্গে নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও জানাজায় অংশগ্রহণের জন্য একত্রিত হন।
নেতাকর্মীরা জানান, দলের এই দুঃসময়ে প্রিয় নেত্রীর জানাজায় অংশ নেওয়া তাদের নৈতিক দায়িত্ব।
খন্দকার মাকুছুদুল আলম খোরশেদ বলেন, “বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছেন। তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আমরা সবাই একত্রিত হয়েছি।”
জানাজায় অংশ নিতে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকেও বিএনপি নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ ঢাকা দেখা গেছে।

