সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫
রাজনীতিসদর

খেলাফত মজলিসের সিরাজুল মামুনের পক্ষে নগরীতে গণসংযোগ

লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা পুরোদমে শুরু হয়েছে। নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এবিএম সিরাজুল মামুনের পক্ষে এনসিসি ১৫ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে এই গণসংযোগ অনুষ্ঠিত হয়।

গণসংযোগটি ডিআইটি মসজিদ চত্বর থেকে শুরু হয়ে ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে থানাপুকুরপাড় মসজিদে এসে শেষ হয়। এ সময় খেলাফত মজলিসের নেতাকর্মীরা জনসাধারণের মাঝে প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ করেন এবং বিভিন্ন স্লোগান দেন।

গণসংযোগে খেলাফত মজলিসের মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, হানিফ কবির বাবুল, সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী উপস্থিত ছিলেন।

এছাড়াও ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, সদর থানা সভাপতি মুহাম্মদ শামীম, ইসলামী ছাত্র মজলিসের সদর থানা সভাপতি শাফিন আব্দুল্লাহ শাকিল, খেলাফত মজলিসের সদর থানা নির্বাহী সদস্য মাওলানা সুলতান মুহাম্মদ বশীর, ১৫ নম্বর ওয়ার্ড সভাপতি মুহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক হাসান রানা, সাংগঠনিক সম্পাদক মুফতী ইমামুল হাসানসহ অন্যান্য স্থানীয় নেতাকর্মীরা গণসংযোগে অংশ নেন।

নেতৃবৃন্দ বলেন, তাদের প্রার্থী এবিএম সিরাজুল মামুনকে নির্বাচিত করলে তিনি এলাকার উন্নয়নে কাজ করবেন এবং জনগণের পাশে থেকে তাদের সমস্যার সমাধানে সচেষ্ট থাকবেন।

RSS
Follow by Email