খেলাধূলা সুষ্ঠ ও সুন্দর জাতিতে রূপান্তর হতে সাহায্য করে: এডিসি রাব্বি
লাইভ নারায়ণগঞ্জ: খেলাধূলা সুষ্ঠ ও সুন্দর জাতিতে রূপান্তর হতে সাহায্য করে বলে মন্তব্য করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি।
শুক্রবার (২৪ জানুয়ারী) বিকেলে জেলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে নিট কনসার্ন মাস্টার ক্রিকেট সিজন-৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন তিনি।
সাকিব আল রাব্বী আরও বলেন, নারায়ণগঞ্জের মাটি খেলাধূলার জন্য উর্বর একটি মাটি। এখানে প্লেয়ারের অভাব নেই কিন্তু মাঠের অভাব। আমরা নারায়ণগঞ্জের ক্রীড়াক্ষেত্রকে এগিয়ে নিতে আপনাদের সহযোগীতা কামনা করছি। এখানে আমি একটি চমৎকার আয়োজন দেখলাম। উদ্বোধনের চেয়ে আজকের দিনটা আমার কাছে আরো ভালো এবং কালারফুল মনে হচ্ছে। আগামীতে আরো জাঁকজমকপূর্ণ ভাবে এ আয়োজন করা হবে। এ খেলার পরিচালনা কমিটিসহ যারা অংশগ্রহণ করেছেন বা চ্যাম্পিয়ন হয়েছেন তাদের প্রতি রইলো শুভেচ্ছা ও অভিনন্দন।