মঙ্গলবার, ফেব্রুয়ারি ৪, ২০২৫
Led03ক্রীড়া

খেলাধুলা মন মনসিকতা ভালো রাখে: মাজেদুল ইসলাম

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম বলেছেন, খেলাধুলার অর্থ হচ্ছে শরীরের গঠন ঠিক রাখা এবং খেলাধুলা সাথে জড়িত থাকলে খারাপ কাজ থেকে বিরত থাকা যায়। খেলাধুলা এমন একটা জিনিস তোমার মন মনসিকতা ভালো রাখে,শরীর স্বাস্থ্যভালো রাখবে।

রবিবার রাতে জেডব্লিউপি স্পোটিং ক্লাব আয়োজিত জালকুড়ি হাইস্কুল এন্ড কলেজ এসএসসি ব্যাচ ভিত্তিক নাইট ক্রিকেট টুর্ণামেন্টের উদ্ধোধন অনুষ্ঠানে, প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।

মাজেদুল ইসলাম বলেন, তোমরা সবসময় খেলাধুলা করবা এবং তোমাদের খেলাধুলার জন্য জখন যা প্রয়োজন আমি তোমাদের জন্য তা করবো। আমার মনের একটা ইচ্ছে যদি আল্লাহতালা আমাকে কখনো সুযোগ দেন তাহলে আমি সবাই কে নিয়ে জালকুড়ি স্পোটিংক্লাব করবো । তোমরা আমাকে সহযোগিতা করবা, আমিও তোমাদের সহযোগিতা করবো ইশাআল্লাহ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি এড. মাসুদুজ্জামান মন্টু, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির শ্রম-বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, সদস্য ইউছুফ মিয়া, ৯নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শাহ-জাহান, হাজী নুরুল ইসলাম, সেলিম ও শাহীন। আরও উপস্থিত ছিলেন, জে,ডব্লিউ,পি স্পোটিংক্লাবের সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাকিব, ইহাদ, হাসান, রাজু ও নয়ন প্রমূখ।

RSS
Follow by Email