শনিবার, মে ১০, ২০২৫
Led04রাজনীতি

খেলাধুলার মাধ্যমে যুবক সমাজ মাদক থেকে বিরত থাকবে: মশিউর রনি

লাইভ নারায়ণগঞ্জ: জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, আমিনুল ভাইয়ের মতো একজন মানুষ যার ওপর দেশ নেত্রী বেগম খালেদা আস্থা রাখেন এমন একজন মানুষ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজ যারা খেলাধুলার আয়োজন করেছেন তাদের ধন্যবাদ দিতে চাই। এই খেলাধুলার মাধ্যমে যুবক সমাজ মাদক থেকে বিরত থাকবে।

শুক্রবার (৯ মে) বিকেলে ফতুল্লার মাসদাইর এলাকায় যুব শক্তি সামাজিক সংগঠনের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার অনুষ্ঠিত হয়।এসময় অনুষ্ঠানে অংশ নিয়ে এক বক্তব্যে একথা বলেন তিনি।

এসময় রনি আরও বলেন, এই আমিনুল ভাইয়ের মতোই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সারা দেশে প্রতিটি স্তরে এমন একজন আমিনুল হোক তৈরি করতে চান। আমিনুল ভাইকে দেখেই বৈষম্য বিরোধী আন্দোলনে অনেকে অনুপ্রেরণা পেয়েছে। আমিনুল হকের মত একজন মানুষ যদি রাস্তায় নামতে পারে। তাহলে আমরা একজন শিক্ষক, শিক্ষার্থী, ডাক্তার হয়ে কান রাস্তায় নামতে পারবো না।

RSS
Follow by Email