শুক্রবার, অক্টোবর ১০, ২০২৫
Led02Led04আড়াইহাজার

খেলতে গিয়ে কেরোসিন পান: আড়াইহাজারে ২ বছরের শিশুর মৃত্যু

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে খেলতে খেলতে অসাবধানতাবশত কেরোসিন পান করে ইমরান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। তিন দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শিশুটির জীবনাবসান হয়। বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

মৃত ইমরান আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের কদমতলী এলাকার হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর দুপুরে শিশুটি খেলার সময় কদমতলী এলাকার নিজ ঘরে প্রবেশ করে এবং অসতর্কতাবশত কেরোসিন পান করে ফেলে। কেরোসিন পানের পর সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাকে সাইনবোর্ড এলাকার বাংলাদেশ নবজাতক হাসপাতালে ভর্তি করেন। সেখানকার চিকিৎসক শিশুটির অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

ঢামেক-এ তিন দিন ধরে শিশুটির চিকিৎসা চলছিল। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার বিকেলে সে শেষ নিশ্বাস ত্যাগ করে।

আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) খন্দকার নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এই মর্মান্তিক ঘটনায় কদমতলী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

RSS
Follow by Email