খুনিদের মনের আশা পূরণ হয় নাই: এড. খোকন সাহা
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে জেল হত্যা দিবসে জাতির জনক ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ। শুক্রবার (৩ নভেম্বর) সকালে এড খোকন সাহার ব্যক্তিগত কার্যালয়ে অবস্থিত বঙ্গবন্ধুর মূরালে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় জাতির জনক ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানানো হয়। তাদের আত্মার শান্তি কামনায় ১মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল হোসেন ,যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান ,দপ্তর সম্পাদক এড. বিদ্যুৎ কুমার সাহা, স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার আতিকুজ্জামান সোহেল ,সিপন সরকার, সুশীল দাস, সুজিত সরকার, খাজারহমান এস এম নয়ন, তানবীর কবির মুন্নাসহ নেতৃবৃন্দ।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বলেন, ৭৫ সালে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের খুনিরা নির্মম ভাবে হত্যা করার পর আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার জন্য জাতীয় চার নেতাকে জেলখানায় হত্যা করা হয়। খুনিরা মনে করেছিলেন আওয়ামী লীগ কোনভাবেই দাঁড়াতে পারবে না। খুনিদের মনের আশা পূরণ হয় নাই। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে, আগামীতে বাংলাদেশ একদিন স্মার্ট বাংলাদেশে পরিণত হবে।