মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
Led04ফতুল্লা

খুনসহ ডাকাতি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লার পোষ্ট অফিস রোড এলাকা থেকে মো. জুয়েল সরদার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)।

সংস্থাটির দাবি, গ্রেপ্তারকৃত জুয়েল সরদার খুনসহ ডাকাতি মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী।

নারায়ণগঞ্জের কালিরবাজার কার্যালয় থেকে মঙ্গলবার (২৪ অক্টোবর) প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন র‌্যাব-১১ এর সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিঃ সহকারী পরিচালক কাজী শাহাবুদ্দিন আহম্মেদ।

গ্রেপ্তারকৃত জুয়েল সরদার ফতুল্লার পোষ্ট অফিস রোড এলাকার সর্দার বাড়ীর মো. হাবিবুর রহমান ও মৃত রাবেয়া বেগম দম্পতির ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ২৪ অক্টোবর ফতুল্লা থানার পোষ্ট অফিস রোড এলাকা থেকে খুনসহ ডাকাতি মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মো. জুয়েল সরদারকে গ্রেপ্তার করা হয়েছে।

RSS
Follow by Email