বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪
Led05জেলাজুড়েসোনারগাঁ

খাল থেকে উদ্ধার সেই অজ্ঞাত লাশের পরিচয় খুঁজছে পুলিশ

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে মেঘনা নদীর খাল থেকে উদ্ধার করা সেই অজ্ঞাত লাশের পরিচয় খুঁজছে পুলিশ। ১০ জুন (সোমবার) সকালে দুধঘাটা এলাকার মেঘনা নদীর শাখা খাল থেকে সেই অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়।

এঘটনায় সোনারগাঁ থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। যার মামলা নং- ২৮, ১০-০৬-২০২৪।

এব্যাপারে বৈদ্যেরবাজার নৌ পুলিশ উপ পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন লাইভ নারায়ণগঞ্জকে বলেন, লাশ উদ্ধারের ৩ দিনেও আমরা লাশের পরিচয় খুঁজে পাই নি। আমরা বিভিন্ন থানায় এ নিয়ে চিঠি পাঠিয়েছি। এর পরিচয় পাওয়ার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। এ নিয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

তিনি বলেন, লাশে পচন শুরু হয়েছিল বলে আমরা ফিংগারপ্রিন্ট স্ক্যান করতে পারি নি। বর্তমানে সেই অজ্ঞাত লাশকে সিদ্ধিরগঞ্জের একটি কবরস্থানে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে।

উল্লেখ্য, ১০ জুন লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এর আগে, লাশে কোন ক্ষত চিহ্ন দেখতে পাওয়া যায় নি বলে জানান পুলিশ কর্মকর্তারা। লাশের বয়স আনুমানিক ৩০-৩৫ বলে ধারণা করা হয়।

RSS
Follow by Email