শুক্রবার, নভেম্বর ১, ২০২৪
রাজনীতি

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপি নেতা আওলাদ ও মিঠুর উদ্যোগে দোয়া অনুষ্ঠিত

লাইভ নারায়ণগঞ্জ: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দেওভোগ বড় জামে মসজিদে বাদ আসর মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন ও আমিনুর ইসলাম মিঠুর উদ্যোগে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রয়াত মামুন, আসলাম সালাউদ্দিন দেওয়ান সহ নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

এতে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবদুস সবুর খান সেন্টু, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাজী মোঃ ফারুক হোসেন, আওলাদ হোসেন, আমিনুর ইসলাম মিঠু, অ্যাডভোকেট আনিসুর রহমান মোল্লা, অ্যাডভোকেট শরিফুল ইসলাম শিপলু, শহিদুল ইসলাম রিপন, মনির হোশেন,হাজী মোঃ শাহীন, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জাহাঙ্গীর মাদবর, আনোয়ার দেওয়ান, আক্তার হোসেন, মনির হোশেন, সুজন মাহমুদ, মোহাম্মদ হোসেন কাজল, অ্যাডভোকেট শহিদ সারওয়ার, মোঃ আজিজুল হক, মোঃ বুলবুল হোসেন, মিশর, মামুন প্রধান, হালিম, মনির হোশেন মরন, ফয়েজ আহমেদ ও নুরুল ইসলাম সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

RSS
Follow by Email