খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের দোয়া
লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। রবিবার (১৬ মার্চ) বিকালে সিদ্ধিরগঞ্জে বাঘমারাস্থ ৩নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়।
মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাহিদ ইসতিয়াকের নির্দেশনায় ও সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ফেরদৌসের নেতৃত্বে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রনি।
এসময় আরো উপস্থিত ছিলেন, সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের এম, এ, হানিফ, মোঃ আব্দুল আল মামুন, মেহেদী হাসান, মোহাম্মদ আজিজুল, মোঃ রাহাত, মোহাম্মদ তন্ময়, মোহাম্মদ সাইফুল, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ নাঈম, মোঃ ইব্রাহিম, মিহাল শান্ত, সিফাত ও ফাহিম হাওলাদার প্রমূখ।