সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
জেলাজুড়েফতুল্লারাজনীতি

খালেদা জিয়ার জন্মবার্ষিকী ও আন্দোলনে শহীদদের মাগফেরাত কামনায় আইনজীবী ফোরামের দোয়া ও মিলাদ

লাইভ নারায়ণগঞ্জ: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী ও গণতন্ত্র উদ্ধারের আন্দোলনে শহীদদের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবীগনের উদ্যোগে আদালতপাড়া সংলগ্ন একটি চেম্বারে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলের পাশাপাশি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অ্যাডভোকেট আনিসুর রহমান মোল্লা এ পুরো আয়োজনের সভাপতিত্ব করেন।

মতবিনিময় সভায় বক্তারা ফোরাম সভাপতি-সম্পাদককে উদ্দেশ্য করে গণতান্ত্রিক পদ্ধতিতে আইনজীবী ফোরামে নমিনেশন দেয়ার দাবি জানান।

সভায় দাবী করা হয়- কোনো একক ব্যাক্তির পক্ষে আইনজীবী ফোরাম যেন ব্যবহার করা না হয়। সেই সাথে দলে গণতন্ত্রের চর্চা থাকবে সেই কামনা করা হয়। নমিনেশন বোর্ড গঠনের মাধ্যমে যাতে আলোচনার ভিত্তিতে প্যানাল গঠন করা হয়। পাশাপাশি বিগত আওয়ামী লীগ নেতাদের মতো কোনো স্বৈরাচারি মনোভাব পোষণ না করার অনুরোধ করা হয়।

RSS
Follow by Email