খালেদা জিয়ার জন্মদিনে ১০০ মসজিদে মাসুদুজ্জামানের দোয়া
লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের ১০০টি মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) জুমার নামাজের পর এসব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
এই আয়োজনের উদ্যোগ নিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ।
এ বিষয়ে মাসুদুজ্জামান মাসুদ বলেন, “দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া আজীবন লড়াই করেছেন। তার জন্মদিনে সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আমরা একসঙ্গে আল্লাহর কাছে দোয়া চাইব।”
দোয়া মাহফিলে সবাইকে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।