খালেদা জিয়ার ইন্তেকালে মাসুদুজ্জামানের শোক বার্তা ও দোয়া অনুষ্ঠান
৩০ ডিসেম্বর এক শোক বার্তায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন মাসুদুজ্জামান। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক শোকসন্তপ্ত পরিবার-পরিজন, দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান।
বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মাসুদুজ্জামানের উদ্যোগে কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাসুদুজ্জামানের উদ্যোগে নগরীর দারুসসালাম এতিম খানায় কোরান খতম ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার সকল গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়।
মাসুদুজ্জামান বলেন, ‘‘বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক অবিচ্ছেদ্য অধ্যায়। স্বৈরাচারবিরোধী আন্দোলন, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদান ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি আপসহীন নেতৃত্ব, সাহস ও ত্যাগের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।” তিনি আরও বলেন, ‘‘নানা নির্যাতন ও প্রতিকূলতার মধ্যেও বেগম খালেদা জিয়া কখনো গণতন্ত্রের প্রশ্নে আপস করেননি। তাঁর মৃত্যুতে জাতি এক অভিভাবকতুল্য নেত্রীকে হারাল, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।’
মাসুদুজ্জামান সকলকে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার আহ্বান জানান এবং এই শোকের সময়ে ধৈর্য ও সংযম বজায় রাখার অনুরোধ জানান
