বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
রাজনীতি

খালেদা জিয়া ও জাকির খানের রোগমুক্তি কামনায় দোয়া

লাইভ নারায়ণগঞ্জ: আন্দোলনে নিহতদের স্বরণ, বেগম খালেদা জিয়া ও জাকির খানের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার (৪ অক্টোবর) নগরীর ১৬নং ওয়ার্ডে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে জাকির খান মুক্তি পরিষদ।

এসময় জাকির খান মুক্তি পরিষদের আহবায়ক সলিমুল্লাহ করিম সেলিম বলেন, নারায়ণগঞ্জ জেলান ছাত্রদলের সাবেক সভাপতি কারাবন্দি জাকির খান অসুস্থ তার জন্য সকল মা বোন মুরব্বীদের কাছে দোয়া চাই। জাকির খানের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদৃষ্টি রয়েছে। বর্তমান সময়ে সন্ত্রাস চাঁদাবাজ মাদকচক্র ও ভূমিদস্যু দূরে থাকতে নিদের্শ দিয়েছেন তারেক রহমান ও জাকির খান। বিএনপি কারো সাথে ভেদাভেদ চাই না, সকলেই আমরা শহীদ জিয়া ও খালেদা জিয়ার আদর্শের সৈনিক। ২০০১ সালের নির্বাচনে নারায়ণগঞ্জ পাচঁটি আসনের এমপি প্রার্থীরা জাকির খানকে পাশে চেয়েছেন। এই সরকার আমলে কবে নির্বাচন দিবে এমন তথ্য কারো কাছে নেই। জাকির খান তার সকল সৈনিক উদ্দেশ্যে বলেছেন, ভোটারদের পাশে দাড়াঁতে হবে, যেন তারা ধানের শীর্ষ—কে ভোট দেয়। যদি ধানের শীর্ষকে সোজা হয়ে দাড়াতে না পারলে দলের প্রধান খালেদা জিয়া, তারেক রহমান, জাকির খানের সোজা হয়ে দাড়াতে পারবে না। মহানগর বিএনপির প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন এলাকায় নির্বাচনের লক্ষ্যে প্রোগ্রাম করার নিদের্শনা দিয়েছে। নারায়ণগঞ্জ—৪ ও ৫ আসনে জাকির খানের জন্য আমাদের টার্গেট। আমরা সবাই কোন প্রার্থী হওয়ার বিরুদ্ধে কথা বলবো না। রাজনীতি কোন বক্তব্যে থাকলে জাকির খান নিজেই দিবেন। ৬ অক্টোবর জাকির খানকে আদালতে আনা হবে, সেদিন তার পাশে আমরা সকলে থাকবো।

পরিষদের যুগ্ম ফরিদ আহাম্মেদ বলেছেন, জাকির খান ছিলেন মাইলফলক রাজনীতিক নেতা আর্বিভাব হয়েছিলেন। অত্যন্ত দুঃখজনক জাকির খান বিএনপির কুচিক্রমহল অগ্রযাত্রাকে দাবিয়ে রাখতে চায়, কিন্তু জাকির খানের সৈনিক সব বাধা উৎখাত করে দিবে। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের নজরে রয়েছেন। কোন বাধাকে আটকিয়ে রাখতে পারবে না কেউ। এই নারায়ণগঞ্জ—৫ আসনে জাকির খানকে বিএনপি নিবার্চিত করতে চাই। তাই আমাদের সকরকে সন্ত্রাস চাঁদাবাজ মাদকচক্র ও ভূমিদস্যু দূরে থাকতে হবে। সেখানে এমন ঘটবে সেখানে আমরা বাধা হয়ে প্রতিবাদ করবো।

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোঃ নূর হানিফের সভাপতিত্বে প্রধান অতিথি জাকির খান মুক্তি পরিষদের আহবায়ক সলিমুল্লাহ করিম সেলিম। প্রধান আকর্ষণ ছিলেন জাকির খানের ছোট ভাই মামুন খান, প্রধান বক্তা ছিলেন জাকির খান মুক্তি পরিষদের যুগ্ম ফরিদ আহাম্মেদ, বিশেষ বক্তা নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিশেষ অতিথি জাকির খান মুক্তি পরিষদের সদস্য মোঃ সারোয়ার করিম, সেন্টু আহম্মেদ, মোঃ নাছির, মির্জা খোকন, মেহেদী হাসান লিটন, রিপন। আয়োজক ছিলেন, ফয়সাল রহমান, টিটু, রাজীব, জামান, রনি, আলতাফ, সান্টু, মামুনুর রহমান আরো অনেকে।

RSS
Follow by Email