শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
Led02রাজনীতি

খালেদার মুক্তির দাবিতে বিএনপির নতুন কর্মসূচি

লাইভ নারায়ণগঞ্জ: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নতুন সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বুধবার (২৬ জুন) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন আরও বেগমান করতে হবে। আমরা এই আন্দোলনকে একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই। সেই লক্ষে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২৯ জুন বিকেল ৩টায় নয়াপল্টনে সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া ১ জুলাই সারাদেশের মহানগরে এবং ৩ জুলাই সারাদেশের জেলা শহরে সমাবেশ অনুষ্ঠিত হবে।

এদিকে, লাইভ নারায়ণগঞ্জকে দেওয়া এক বক্তব্যে মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেছিলেন, ‘আমরা যে কোন সময়, যদি আজকে থেকে আন্দোলন শুরু হয় তাহলে আজকে থেকেই আমরা প্রস্তুত। আমাদের রাজনৈতিক অভিভাবক তারেক রহমানের ডাকে সব আন্দোলনের জন্যই মহানগর বিএনপি প্রস্তুত।’

RSS
Follow by Email