সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫
Led02স্বাস্থ্য

খানপুর হাসপাতালে নতুন ভবনের প্রাথমিক কার্যক্রম শুরু

লাইভ নারায়ণগঞ্জ: নগরীর খানপুরে অবস্থিত ৩০০ শয্যা হাসপাতালে নতুন করে নির্মিত ১৫ তলা ভবনের ৪ তলা পর্যন্ত প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (১৭ আগস্ট) থেকে বহির্বিভাগের রোগীদের জন্য এই নতুন ভবনটি উন্মুক্ত করা হয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল বাসার জানান, পুরাতন ভবনের টিকিট কাউন্টারে অতিরিক্ত ভিড় হওয়ায় রোগী ও তাদের স্বজনদের অনেক ভোগান্তি হতো। তাই সেবাপ্রার্থীদের সুবিধার কথা চিন্তা করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মৌখিক অনুমোদনে গণপূর্ত বিভাগের মাধ্যমে বহির্বিভাগকে নতুন ভবনের ৪ তলা পর্যন্ত স্থানান্তর করা হয়েছে। তিনি আরও জানান, পর্যায়ক্রমে অন্যান্য বিভাগগুলোও এই নতুন ভবনে স্থানান্তর করা হবে।

উল্লেখ্য, ২০১৭ সালের ২১ মার্চ একনেক সভায় ৩০০ শয্যা হাসপাতালটিকে ৫০০ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর ২০১৮ সালের জুনে ১৩০ কোটি টাকা ব্যয়ে ১৫ তলা ভবনের নির্মাণকাজ শুরু হয়। দুই বছরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও বিভিন্ন জটিলতার কারণে প্রকল্পের মেয়াদ একাধিকবার বাড়ানো হয়েছে। বর্তমানে ভবনটির নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং বাকি অসম্পূর্ণ কাজও দ্রুত শেষ হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে।

RSS
Follow by Email