শুক্রবার, জুলাই ৪, ২০২৫
Led04রাজনীতি

খানপুর হাসপাতালকে দলীয়করণ করে সেবাকে নিম্ন পর্যায়ে নিয়ে গেছে: রাজীব

লাইভ নারায়ণগঞ্জ: জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেন, ‘চিকিৎসকরা বাংলার মানুষের কাছে একটা আস্থার জায়গা। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে জনগণ তার প্রাপ্য চিকিৎসা অধিকার থেকে বঞ্চিত ছিল। একটি সরকারি ৩০০ শয্যা হসপিটাল থাকা সত্ত্বেও এটাকে দলীয়করণ করে মানুষের সেবাকে একদম নিম্ন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে।’

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে জুলাইয়ের আন্দোলনের স্মরণে বিএনপির রক্তদান কর্মসূচি পালন করা হয়। ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজেন এ কর্মসূচিতে উপস্থিত থেকে এ কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, তারেক রহমান বাংলাদেশকে বিনির্মাণে যে ৩১ দফা দিয়েছে সেখানে স্বাস্থ্য খাতে আপনাদের সহযোগিতা প্রয়োজন। স্বাস্থ্য ও চিকিৎসা সেবাকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে হবে। বাংলাদেশকে বিনির্মানের আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের মানুষকে যে স্বপ্ন দেখেছেন, সেটি বাস্তবায়নে আমাদের ভূমিকা রাখতে হবে। আমরা ঐক্যবদ্ধ হয়ে সেই কাজ করবো, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এড. আব্দুস সালাম, জেলা বিএনপির আহবায়ক মামুন মাহমুদ, মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ।

RSS
Follow by Email