সোমবার, মার্চ ১০, ২০২৫
Led03সদর

খানপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাসহ দুজন আটক, ইয়াবা উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: নগরীতে খানপুরে হাসপাতালের দালাল চক্রের সদস্যসহ দুই যুবককে আটক করেছে যৌথবাহিনী। তাদের দাবি আটককৃত একজন ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক’। রবিবার (৯ মার্চ) দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

আটককৃতরা হলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা কমিটির সংগঠক মো. জিদান ও হাসপাতালের দালাল চক্রের সদস্য ইকবাল হোসেন। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ নাছির আহমদ।

তিনি জানায়, খানপুর ৩শ’ শয্যাবিশিষ্ট হাসপাতালে গোপন সংবাদের ভিত্তিতে দালাল চক্র আটকের অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযুক্ত জিদান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলো। সেখান থেকেই হাসপাতালের দালালদের সাথে ভালো সখ্যতা তৈরী হয় তার। নিজেকে নেতা পরিচয় দিয়ে হাসপাতালের স্টাফদের প্রায় সময় হুমকি-ধমকিসহ বিভিন্নভাবে অনৈতিক সুবিধা গ্রহণ করে আসছিল। রবিবার আমাদের অভিযানে আমাদের পুলিশ সদস্যদের গায়ে হাত তুলেন এবং পুলিশকে কিল ঘুষি ও চর থাপ্পড় মারে তিনি ও তার সাথে থাকা কয়েকজন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, এক পার্যায়ে সেনাবাহিনী ভেতরে প্রবেশ করলে তারা পালিয়ে যায়, কিন্তু জিদান ও ইকবাল পালাতে পারেনি। তারা হাসপাতালের ভেতরে ইয়াবা সেবন ও বিক্রি করত। আমরা ঘটনাস্থলে তার ব্যাগ চেক করে একটি সুইচ গিয়ার ও ইয়াবা ট্যাবলেট পাই। তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বিভিন্ন অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও মাদক আইনে মামলা প্রস্তুতী চলছে।

RSS
Follow by Email